বাগডোগরা, ২৭ নভেম্বরঃ ৫ বছরের শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বাগডোগরার গোঁসাইপুর সংলগ্ন এলাকায়।অভিযুক্তের বাড়িতে হামলা চালালো ক্ষিপ্ত জনতা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হলেন বাগডোগরা থানার এএসআই।
জানা গিয়েছে, দুদিন আগে এলাকার ৫ বছরের শিশু বাড়ির পাশে মাঠে খেলছিল।সেইসময় তাকে চকলেটের প্রলোভন দিয়ে ঘরে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত অপূর্ব দেবনাথ।ঘটনার দুদিন পেরিয়ে গেলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে।এরপর শিশুর মা তাকে জিজ্ঞেস করায় গোটা ঘটনা খুলে বলে শিশুকন্যা।এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।বাসিন্দারা চড়াও হন অভিযুক্তের বাড়িতে।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী।দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।ঘটনায় বাগডোগরা থানার এক এএসআই আহত হন।অপরদিকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ।