“চালক নয়, তাঁরা আজ যাত্রী”-রথের দিনে শিলিগুড়িতে অভিনব উদ্যোগ

শিলিগুড়ি, ১ জুলাইঃ “আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে? সকালে ভাত খাবো না…” গানের সেই লাইনগুলো যেন বাস্তব জীবনে কিছুটা সত্যি।রিকশা চালকদের দিন কী আর সেই আগের মতোন আছে? হয়তো না।


এখন প্যাডেল রিকশায় ওঠেন খুব কম মানুষই। আর্থিক অনটন ও অভাবে দিন কাটছে রিকশা চালকদের। অনেকে রিকশা চালানোও বন্ধ করে দিয়েছেন।

সেই রিকশা চালকদের কথা ভেবে এগিয়ে এলেন সমাজসেবীরা। রথযাত্রার দিনে রিকশা চালকদেরই তাঁদের রিকশায় বসিয়ে রিকশা চালালেন সমাজসেবীরা।রিকশাচালকদের হাতে তুলে দিলেন কিছু খাবার সামগ্রী।এমন অভিনব উদ্যোগ দেখে খুশি হলেন শহরবাসী।


শুক্রবার শিলিগুড়ির চিলন্ড্রেন্স পার্ক থেকে রিকশায় চালকদের বসিয়ে এলাকা ঘোরানো হয়। পুলিশ কর্মী ও সমাজসেবী বাপন দাসের উদ্যোগে তা করা হয়। এছাড়াও অন্যান্য বেশকিছু সমাজসেবী সংগঠনও এগিয়ে আসে। এদিন রিকশা চালকদের হাতে বেশকিছু খাবার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *