এনজেপি’তে রেলের কোচে রেস্টুরেন্ট, চা থেকে বিরিয়ানি মিলবে সবই  

শিলিগুড়ি, ২১ অক্টোম্বরঃ ঝা চকচকে রেলের কোচ। সেই কোচই এখন এসি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে বসে চা থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোমো, ধোসা সবই চেখে দেখতে পারবেন।


শিলিগুড়ির এনজেপি স্টেশনে নতুন রেল কোচ রেস্টুরেন্ট খোলা হল। পর্যটক, রেলযাত্রী ও শহরবাসীরা সেখানে গিয়ে খাবার খেতে পারবেন। অনেকদিন ধরেই স্টেশনের বাইরে এই রেস্টুরেন্টটি তৈরির কাজ চলছিল।

শুক্রবার এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার নতুন এই রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। প্রায় তিন মাস ধরে সেই রেস্তোরাটি তৈরি কাজ চলছিল।রেলের তরফে টেন্ডার করা হয়েছিল। এরপর বরাত পেয়ে একটি সংস্থা সেই রেস্টুরেন্টটি চালানোর অনুমতি পেয়েছে। রেলের একটি পুরোনো কোচকে রঙ করে তাতে বাংলার নানা ঐতিহাসিক স্থানের ছবি তুলে ধরা হয়েছে। ভেতরেও সুন্দর করে সাজানো হয়েছে। কোচের একাংশে মডিউলার কিচেন তৈরি হয়েছে। কোচের ভেতরে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ভেজ ও ননভেজ দুই ধরনের খাবার পাওয়া যাবে এই রেস্টুরেন্টে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *