খড়িবাড়ি, ৪ এপ্রিলঃ জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে খড়িবাড়ির কোয়ার্টার মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২য়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা।ঘটনায় মৃত্যু একজনের।জখম তিনজন।আহতরা শিলিগুড়ির এনজেপি’র বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন একটি চারচাকা গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল।সেইসময় একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চারচাকার গাড়ির।ঘটনার পর চারচাকা গাড়ি থেকে এক মহিলা ও আরও ২ জনকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গাড়িতে আটকে পড়েন চালক।খড়িবাড়ি ও নকশালবাড়ি পুলিশ ও দমকলের চেষ্টায় আটক চালককে গাড়ি থেকে বের করে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।জাতীয় সড়কে লাইটপোস্ট থাকার পরেও আলো না জ্বলায় বারবার দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।