রক্ত লাগা শরীর, ভেন্টিলেটরে ঝুলছে দেহ- শিলিগুড়িতে যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

শিলিগুড়ি,১১ সেপ্টেম্বরঃ রক্তাক্ত দেহ, হাতে আঘাতের চিহ্ন। এই অবস্থায় বাড়ির ভেন্টিলেটরে ঝুলছিল দেহ।  সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামে।


সোমবার সকালে এক যুবকের রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রীতিলতা রোডে একটি বাড়ির ভেন্টিলেটর থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের ঝুলন্ত দেহ ঝুলছিল। সকালে তা স্থানীয় বাসিন্দদের চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যুবকের হাতে আঘাতের চিহ্ন ছিল। পুরো শরীরে রক্ত লেগে ছিল।  স্থানীয়দের অনুমান যুবককে খুন করে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে।

যদিও যুবক এলাকার নন বলেই নিশ্চিত বাসিন্দারা। পাশেই একটি ফ্ল্যাটের এক বাসিন্দা প্রথমে দেহ দেখতে পান। এরপর অন্যান্যদের জানান তিনি। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে দেহ নামিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে প্রচুর রক্ত পড়ে ছিল। আশপাশেও রক্তের দাগ পাওয়া গিয়েছে। স্থানীয়দের অনুমান যুবককে খুন করে সেখানে ঝুলিয়ে দিয়ে গিয়েছে কেউ বা কারা।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024CASİBOMcasibomcasibom girişAvrupa Yakası Escortcasibom girişcasibomcasibomcasi