শিলিগুড়ি,৩০ জুনঃ আগামীকাল রথযাত্রা।শিলিগুড়ির রথখোলার রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে।করোনা আবহে গত ২ বছর রথের মেলা বন্ধ ছিল।এবছর রথযাত্রার পাশাপাশি মেলার অনুমতি মেলায় খুশির হাওয়া ব্যবসায়ী মহলে।
মেলা ব্যবসায়ী ভাস্কর দে জানান, গত ২ বছর একটা দুঃস্বপ্ন ছিল।সেটা কাটিয়ে আবার মেলা হচ্ছে।আমরা ব্যবসায়ীরা খুব খুশি।তবে বৃষ্টি নিয়ে একটু চিন্তায় রয়েছি।
অন্যদিকে মেলার উদ্যোক্তারা জানান, গত দুবছর শুধু জগন্নাথ দেবের পূজা হয়েছে।মেলা হয়নি।এবছর মেলার অনুমতি মেলায় সকলেই খুশি।