আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ‘রান ফর ভারত’

শিলিগুড়ি, ৩০ জুলাইঃ স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’।তারই অঙ্গ হিসাবে আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে রান ফর ভারত।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রান ফর ভারত কমিটির সদস্যরা।


জানা গিয়েছে, এই রান ফর ভারতে দুটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।রোড রেস এবং ড্রিম রান।রোড রেসে ১২ বছরের উর্ধ্বে পুরুষ এবং মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।এই দৌড় শালুগাড়া জয়দীপ বিল্ডিং থেকে শুরু হয়ে পানিট্যাঙ্কি মোড়, ভেনাস মোড় হয়ে হিন্দি হাইস্কুলে গিয়ে শেষ হবে।

ড্রিম রান সমাজের সমস্ত মানুষের জন্য রাখা হয়েছে।ড্রিম রান হিন্দি হাই স্কুল থেকে শুরু হয়ে এসএফ রোড পরিক্রমা করে পুনরায় হিন্দি হাইস্কুলে গিয়ে শেষ হবে।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ফি বিনামূল্যে করা হয়েছে।দৌড় শেষে বিজয়ী দশ জনকে পুরস্কৃত করা হবে।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী যোগেশ্বর দত্ত।  


এদিন রান ফর ভারত কমিটির সদস্য ভুলু দত্ত বলেন, আমরা স্বাধীনতার ৭৫ তম বর্ষে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি।এই প্রতিযোগিতায় পাহাড় সমতল থেকে সকলেই অংশগ্রহণ করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *