রাজগঞ্জে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে শববাহী গাড়ি ও মছলি প্রদান

রাজগঞ্জ, ২১ সেপ্টেম্বরঃ রাজগঞ্জে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিকারপুর অঞ্চলকে একটি শববাহী গাড়ি ও একটি মছলি প্রদান করা হল।


জানা গিয়েছে, এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় দেবীচৌধুরানী সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিকারপুর অঞ্চল প্রধানের হাতে একটি শববাহী গাড়ি ও মছলি তুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নুরজাহান বেগম,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়।প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে এই শববাহী গাড়ি ও একটি মছলি প্রদান করা হয়।

এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ রাজগঞ্জ সার্কেলের তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই শববাহী গাড়ি ও মছলি প্রদান করা হল।তাদের এই  উদ্যোগকে সাধুবাদ জানাই।এরফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষা রুপালি দে, পশ্চিমবঙ্গ তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজগঞ্জ সার্কেলের সভাপতি নিমাই পাল,শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *