সবজির আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারের পর ফের বড়সড় সাফল্য এনজেপি থানা পুলিশের।উদ্ধার কয়েক লক্ষাধিক টাকার গাঁজা।ঘটনায় গ্রেফতার ৩।


জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে সবজির আড়ালে একটি পিকআপ ভ্যানে গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।সেইমতো এনজেপি থানার ওসি সমির তামাং এর নির্দেশে এএসআই খগেন বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলবাড়ির আমাইদিঘীতে ঘাঁটি গাড়ে।এরপর গাড়িটি সেখানে পৌঁছোতেই আটক করা হয়।গাড়িটিকে থানায় নিয়ে এসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৫০ কিলো গাঁজা।সবজির আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনায় গাড়ির চালক সইদুল মিয়াঁ ও  গাঁজা ব্যবসায়ী  মজিবুল হক এবং অশোক বর্মনকে গ্রেফতার করা হয়।ধৃতরা সকলেই কোচবিহারের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা।এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *