সফল হল বন্দে ভারতের ট্রায়াল রান, ৩০ ডিসেম্বর শুরু হবে পথচলা  

শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ অবশেষে অপেক্ষার অবসান।সফল হল বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান।আগামী ৩০ ডিসেম্বর থেকেই এনজেপি থেকে হাওড়া শুরু হবে বন্দে ভারতের পথ চলা।ওইদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারতের উদ্বোধন করবেন।সোমবার বন্দে ভারতের পরীক্ষামূলক দৌড় সফল হল।


এদিন সকাল ৫:৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেন বন্দে ভারত।এরপর এনজেপিতে এসে পৌঁছায় দুপুর ১:২৫ মিনিটে।

আপাতত ১৬টি কামরা বিশিষ্ট এই অত্যাধুনিক ট্রেন ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটবে।পরবর্তীতে ঘন্টায় ১৩০ কিলোমিটারের বেগে ছুটবে বলে জানান রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী।তিনি জানান,এখনও স্টপেজ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।তবে শতাব্দি বা অন্য যে কেন দ্রুতগামী ট্রেনের তুলনায় বন্দে ভারত অল্প সময়ের মধ্যেই পৌছবে।  


 

One thought on “সফল হল বন্দে ভারতের ট্রায়াল রান, ৩০ ডিসেম্বর শুরু হবে পথচলা  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *