রাজগঞ্জ, ২৫ নভেম্বরঃ সাহুডাঙ্গী হাট পিকে রায় হাইস্কুলে তিনটি আধুনিক শৌচালয়ের উদ্ধোধন করা হল। বিদ্যালয়ের উন্নয়ন অর্থ্যানুকুলে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যায়ে এই তিনটি শৌচালয়ের বানানো হয়েছে। এরমধ্যে একটি স্কুলের পড়ুয়াদের ও অন্য দুটি শিক্ষক-শিক্ষিকাদের।
উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী ও স্কুল পরিচালন কমিটির সভাপতি অর্জুন দাস ছাড়াও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।