শিলিগুড়ি, ৫ জুলাইঃ স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে প্রতারণার অভিযোগ স্ত্রী’র বিরুদ্ধে।বিপাকে পড়লেন বাবা ও ছেলে।সব হারিয়ে বর্তমানে ভিটেমাটি ছাড়া।চাইছেন সাহায্য।
জানা গিয়েছে, দীর্ঘ তিন বছর ধরে জটিল রোগে আক্রান্ত ডাবগ্রাম ২ অঞ্চলের পূর্ব ফকদইবাড়ির নীচ পাড়ার বাসিন্দা দুলাল রায়।পেশায় ভ্যান চালক ছিলেন তিনি।অভিযোগ, তিন বছর আগে চিকিৎসা করানোর কথা বলে জমি, বাড়ি বিক্রি দেয় স্ত্রী।স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করে বাকি টাকা নিয়ে চম্পট দেয় স্ত্রী।
এরপর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় দুলাল রায়ের চিকিৎসা।অসহায় হয়ে পড়েন বাবা ও ছেলে।বর্তমানে বৈকন্ঠপুর জঙ্গল লাগলো একটি জমিতে ত্রিপল টাঙিয়ে উনুনে রান্না করে কোনোভাবে দিন গুনছেন তারা।এই পরিস্থিতিতে চাইছেন সাহায্য।
দুলাল রায়ের বাবা হিরেন্দ্র রায় বলেন, সকলের সাহায্যে ছেলেকে নিয়ে এখানে আছি।ছেলের চিকিৎসার জন্য বৌমা জমি বাড়ি সব বিক্রি করে চলে গিয়েছে।বর্তমানে অসহায় পড়ে আছি।
কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে 83910-24181 নম্বরে যোগাযোগ করতে পারেন।