প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে রাজি নন আশা কর্মীরা, জমা দিলেন স্মারকলিপি

রাজগঞ্জ, ৬ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে রাজি নন আশা কর্মীরা।এই নিয়ে মঙ্গলবার ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিলেন রাজগঞ্জ ব্লকের আশাকর্মীরা।


জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে পেয়েছে, কে পায়নি, কেন পায়নি? এছাড়া বরাদ্দ হওয়া টাকার মধ্যে কত টাকা পেয়েছে এবং কত টাকা পায়নি।বিস্তারিত তথ্য জোগাড় করে দুদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর নিয়ে অনেক জায়গায় বেনিয়মের অভিযোগ ওঠেছে।ওই তথ্য জোগাড় করতে গিয়ে হেনস্থার শিকার হতে পারেন তারা এমনটাই আশঙ্কা করছেন।এই কারণে সার্ভে করতে রাজি নন তারা।

আশা কর্মীরা জানান, সারাক্ষণ তাদের স্বাস্থ্য বিষয়ক নানান কাজ করতে হচ্ছে।স্বাস্থ্য পরিষেবার বহির্ভূত অতিরিক্ত যে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তা তাদের করার কথা নয়।এমনকি ওই সার্ভে করার জন্য একদিকে যেমন পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ নেই।তাই ওই সার্ভে করতে রাজি নন বলে জানান।


এদিন রাজগঞ্জের বিডিও ও বিএমওএইচ এর  কাছে স্মারকলিপি জমা দেন আশা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *