ফাঁসিদেওয়া, ১৭ জুনঃ ফাঁসিদেওয়ার মাদাতি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেফতার হল চোর।ধৃতের নাম নিরেন সিংহ।
জানা গিয়েছে, গত শনিবার ফাঁসিদেওয়ার মাদাতি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের গ্যাস সহ একাধিক বাসনপত্র চুরির ঘটনা ঘটে।ঘটনার পর ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রে অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
জাকিরগছে নিরেন সিংহের বাড়িতে হানা দিয়ে ঘর থেকে উদ্ধার হয় চুরির সামগ্রী।ঘটনায় গ্রেফতার করা হয় নিরেন সিংহকে।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।