স্কুল আছে, রুম নেই! শোচনীয় অবস্থা দেখে শিলিগুড়িতে বিক্ষোভ অভিভাবকদের

শিলিগুড়ি, ৮ জুলাইঃ মিড ডে মিল, বই খাতা, পোশাক, জুতো সবই মিলছে স্কুলে।কিন্তু এই স্কুলে ছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে বারান্দায় বসে। রোদ বৃষ্টিতে বারান্দায় বসেই পরীক্ষা দিতে হয়।অথচ স্কুলে রুমের অভাব নেই।এরপরও সন্তানদের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারলেন না অভিভাবকেরা।


শুক্রবার স্কুলে ঢুকে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকেরা। শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ডের জোৎস্নাময়ী প্রাইমারি স্কুলের ঘটনা৷ গরমের ছুটির পর থেকে স্কুল খুলতেই এখন ছোট ছোট ছাত্রীদের বারান্দায় বসে ক্লাস করতে হচ্ছে। কখনও রোদ, কখনও বৃষ্টি। তবুও সেখানেই পড়াশোনা করতে হচ্ছে।এনিয়ে শুক্রবার কিছু অভিভাবক স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান। অবিলম্বে স্কুলের রুম বাড়ানোর দাবি জানান কর্তৃপক্ষের কাছে।

একই ভবনে হাইস্কুলও রয়েছে।যদিও রুম মিলেনি বলে জানান স্কুলের টিচার ইনচার্জ। বিষয়টি জেলা স্কুল পরিদর্শকের দফতরে জানানো হয়েছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *