মিষ্টিতে ফাঙ্গাস! ব্যক্তির অভিযোগের পর সরব শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশন

শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির আশিঘর সংলগ্ন এক মিষ্টির দোকানের মিষ্টিতে ফাঙ্গাস পাওয়ার অভিযোগ করেছিলেন এক ক্রেতা। টোটোন সাহা নামে এক ব্যক্তি সেই মিষ্টির দোকানের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ ভিত্তিহীন ও ব্যক্তিগত স্বার্থে দোকানের নামে এই ধরনের অভিযোগ করা হয়েছে বলে জানালেন শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।


শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁরা জানান, যে দোকানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই দোকান থেকে বলা হয়েছিল সেই মিষ্টির পরিবর্তে অন্য মিষ্টি দিয়ে দেওয়া হবে। অভিযোগকারী ব্যক্তিগত স্বার্থে থানায় অভিযোগ করেছে বলে জানান সংগঠনের সদস্যরা।


4 thoughts on “মিষ্টিতে ফাঙ্গাস! ব্যক্তির অভিযোগের পর সরব শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশন

  1. Sourav says:

    How can people make this kind of false alligation thing. They offer absolutely fantastic sweets and exceptional service, and I’ve tried sweets from that area.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş