নকশালবাড়ি,১৩ জানুয়ারিঃ ফের ভারত-নেপাল সীমান্তে পাচারের আগে উদ্ধার পাঁচটি গরু।এসএসবি দেখেই গরু ছেড়ে পালায় পাচারকারীরা। নকশালবাড়ির ঝাপুজোতের ভারত-নেপাল সীমান্তের ঘটনা।
শুক্রবার সাত সকালে নেপাল থেকে ভারতে গরু পাচার করছিল পাচারকারীরা।সেইসময় এসএসবি’র নজর আসতেই গরু রেখে পালায় পাচারকারীরা। পরে উদ্ধার হওয়া ৫টি গরুকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।