কফিনবন্দী হয়ে বাড়ি ফিরল কার্গিলে ভয়ঙ্কর তুষারঝড়ে শহীদ জওয়ানের মৃতদেহ

আলিপুরদুয়ার,১৪ নভেম্বরঃ আর কয়েকদিন পরেই ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আসার কথা ছিল তাঁর।কিন্তু তা আর হল না।বাড়িতে তিনি ফিরলেন তবে কফিনবন্দী হয়ে।জম্মু-কাশ্মীরের কার্গিলে ভয়ঙ্কর তুষারঝড়ে শহীদ হলেন কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তির বাসিন্দা রানু মঙ্গর(৩৩)।


পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১১ নভেম্বর বিকেলে কার্গিলে কর্তব্যরত ছিলেন তিনি।সেই সময় ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়েন তিনি।তাঁর দেহ বরফে চাপা পড়েছিল।১২ নভেম্বর বিকেলে  পরিবারের কাছে মৃত্যুর খবর আসে।শহীদ রানু মঙ্গরের পরিবারে বাবা,মা,স্ত্রী,দুই সন্তান সহ এক ভাই রয়েছে।আগামী ৪ ডিসেম্বর শহীদ রানু মঙ্গরের ভাই ভানু মঙ্গরের বিয়ে।ভাইয়ের বিয়ে উপলক্ষে ১৬ নভেম্বর রানু মঙ্গরের বাড়িতে আসার কথা ছিল।সেই আশাতেই দিন গুনছিলেন পরিবারের সকলে।কিন্তু তার আগেই বাড়িতে এল দুঃসংবাদ।ঘটনায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

মঙ্গলবার দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তিতে বাসভবনে রানু মঙ্গরের কফিনবন্দী দেহ আসে।এদিন কাতারে কাতারে লোক জমায়েত হয়েছিল দলসিংপাড়াতে।শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক,কালচিনির বিধায়ক বিশাল লামা, জেলাপরিষদের সদস্য গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনির বিডিও সহ অন্যান্যরা।তোর্ষা নদীর ঘাটে শহীদ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *