শিলিগুড়িতে স্কুল ছাত্রী যৌন হেনস্থা কাণ্ডে গ্রেফতার শিক্ষক, নজরদারিতে নার্সিংহোমেই মোতায়েন পুলিশ

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি : শিলিগুড়িতে নাবালিকা যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় তাকে এখনি আদালতে তোলা হচ্ছে না। তবে তার ওপর নজরদারি রাখতে নার্সিংহোমে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে। নার্সিংহোম থেকে ছাড়া পেলেই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।


পুলিশ কমিশনার সি সুধারকর জানান, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হয়ে গিয়েছে।তার ওপর নজরদারি রাখতে নার্সিংহোমে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ তারিখ টিউশন পড়তে ডেকে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমডি আলমের বিরুদ্ধে। বাড়িতে সবটা জানাজানি হতেই সোমবার রাতে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা। নিজে হাতে অভিযোগপত্র লিখে জমা করে। এরপরেই মামলা রুজু করে তদন্ত শুরু করে  মহিলা থানার পুলিশ। তদন্তে দেখা যায় অভিযুক্ত নার্সিংহোমে চিকিৎসাধীন।  নাক কান গলা (ইএনটি) বিভাগের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে তার। তবে অভিযুক্ত গ্রেফতার হতেই নার্সিংহোমে ২৪ ঘন্টা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar