কাশ্মীর যাওয়া হয়নি! চিন্তা নেই, এবার ঘরের সামনে সুবর্ণ সুযোগ

শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। এ যেন অনেকটা তেমনই। অন্তত কাশ্মীর না যাওয়া হলেও সেখানকার ঘোরার আনন্দ এবার ঘরের কাছে মিলে যাবে।কাশ্মীরের ডাল লেকে শিকারায় ভ্রমণের ইচ্ছে অনেকের রয়েছে।


সেই শিকারা কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে গজলডোবাতে। খুব শীঘ্রই গজলডোবায় চালু হতে চলেছে শিকারা নৌকা ভ্রমণ। “ভোরের আলোর” পাশে তিস্তা নদীতে অন্যান্য নৌকার পাশাপাশি চলবে এই শিকারা। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি এই শিকারা গুলি পরিচালনা করবে। শিকারাগুলি তৈরিও হয়ে গিয়েছে। প্রথমে দুটি শিকারা চালু করা হচ্ছে। শিকারায় থাকছে আরমদায়ক চেয়ার। একটি শিকারায় ৬ জন পর্যটক বসতে পারবেন। এই শিকারায় ভ্রমণে পর্যাটকদের জন্য  কিলোমিটার অনুযায়ী ১০০,২০০ ও ৩০০ টাকা খরচ করতে হবে। এই শিকারা চালু হলে পর্যাটকরা আগমন বাড়বে এটা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *