মাধ্যমিক প্রশ্নফাঁসঃ ধরা পড়লে কঠোরতম শাস্তি-শিক্ষামন্ত্রী

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ মাধ্যমিকের প্রশ্নফাঁসের জেরে বিড়ম্বনায় পড়তে হয় পর্ষদকে।এবছরও মাধ্যমিক শুরু হতে দেখা গিয়েছে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই মোবাইলে মোবাইলে ঘুরছে প্রশ্নপত্রের ছবি।


শিলিগুড়িতে সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বক্তব্য, প্রশ্নফাঁস করতে ধরা পড়লেই কঠোরতম শাস্তি হবে।এদিন শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, নেতাজি হাইস্কুল, ঘোগোমালি স্কুলে শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, প্রশ্নফাঁস করতে ধরা পড়লে শাস্তি হবে।৩-৪ বছর পরীক্ষা দিতে পারবে না পড়ুয়ারা।পর্ষদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomjojobet girişjojobetholiganbet girişCasibomizmir escortholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom giriş