শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ সিকিমে বুধবার ১২ ঘণ্টার বনধ। তার জেরে সমস্যায় পড়লেন পর্যটকেরা।বুধবার সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিল ১২ ঘণ্টার বনধ ডেকেছে।সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদ জানিয়ে এই বনধ ডাকা হয়েছে।
বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বনধ চলবে।ফলে সিকিমে কোনো বাস ও গাড়ি যাচ্ছে না। এর জেরে শিলিগুড়িতে আটকে পড়েছেন বহু পর্যটক। অনেকে আবার রংপোর কাছে অপেক্ষা করছেন। সন্ধ্যা ৬ টার পর তাঁরা সিকিমে প্রবেশ করতে পারবেন।
অনেকেই এদিন সকাল সকাল শিলিগুড়ির জংশনে বাস গাড়ির জন্য এলেও সিকিমে যেতে পারেননি। ফলে সমস্যা পড়ছেন সকলে।