শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ চুরির ঘটনায় কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতের নাম পলাশ মন্ডল।
জানা গিয়েছে, গত আগস্ট মাসের ৮ তারিখ শিলিগুড়ি থানা অন্তর্গত তরুণ তীর্থ ময়দানের পাশে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক সহ অন্যান্য সামগ্রী চুরি হয়।ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়।তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় পলাশ মন্ডল জড়িত।এদিকে অন্য আরেক মামলায় গ্রেফতার হওয়ার পর জেলে ছিল পলাশ মণ্ডল।জেল থেকে বাইরে আসার অপেক্ষায় ছিল পুলিশ।প্রায় এক সপ্তাহ আগেই ছাড়া পায় অভিযুক্ত।
এরপর চুরির সামগ্রী বিক্রি করার জন্য মঙ্গলবার রাতে দূর্গাদাস কলোনিতে গ্রাহকের খোঁজ করছিল পলাশ মন্ডল।এই খবর পেয়েই শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতের হেফাজত থেকে চুরি যাওয়া ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক সহ সমস্ত জিনিস উদ্ধার হয়।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।