শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল।সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন।তবে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দিয়েছে সেই কথা মাথায় রেখেই এদিন শিবিরের আয়োজন করা হয়।শিবিরে সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
এদিন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী সভাপতি মদন ভট্টাচার্য বলেন,শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে প্রতিবছরই আমরা রক্তদান শিবির করে থাকি।রক্ত সংকটের জেরে কোনো রোগীর যাতে মৃত্যু না হয় এটাই আমাদের উদ্দেশ্য।