হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মানা হচ্ছে না, অভিযোগ শিলিগুড়ি ফাইট করোনার

শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মানা হচ্ছে না পুজো মণ্ডপ গুলোতে।এমনটাই অভিযোগ শিলিগুড়ি ফাইট করোনা টিমের।


প্রসঙ্গত, করোনা মহামারী সময়কালের প্রথম থেকেই শিলিগুড়ি ফাইট করোনা এই ভাইরাসের বিরুদ্ধে লাগাতার লড়াই করে চলছে।বর্তমানে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে।পুজোর দিনগুলিতে হু হু করে বাড়তে পারে সংক্রমণ, এমনটা আশঙ্কা প্রকাশ করলেন শিলিগুড়ি ফাইট করোনা যুগ্ম আহ্বায়ক অনিমেষ বসু।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে অনিমেষ বসু জানান, হাইকোর্টের ও রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মানছেন না অনেক পুজো মন্ডপ।যার ফলে করোনা সংক্রমণ বাড়তে পারে।শুধু তাই নয় অবৈজ্ঞানিকভাবে স্যানিটাইজার টানেল ব্যবহার করছে পুজো মন্ডপগুলি, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন বলে জানান অনিমেষ বসু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *