৫ জানুয়ারী থেকে ওয়াইএমএ ক্রীড়াপ্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা বইমেলা

শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ ৫ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে দশম শিলিগুড়ি মহকুমা বইমেলা।বাবুপাড়া ওয়াইএমএ ক্রীড়াপ্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এই বইমেলা।চলবে ১০ জানুয়ারী পর্যন্ত।


বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।উপস্থিত থাকবেন জনশিক্ষা প্রসার গ্রন্থাগার বিভাগের কমিশনার সুপর্ণা দাস, এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক সৌমেন নাগ সহ আরও অনেকে।

কোভিড ১৯, স্বাস্থ্য সচেতনতা, বাংলা ভাষা সাহিত্যের গুরুত্ব, সংবিধানের গুরুত্ব সহ আরও একাধিক বিষয় নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে এই মেলায়।জানা গেছে, এবছরের মেলায় প্রায় ৪৬টি স্টল বসতে চলেছে।


শিলিগুড়ি মহকুমা বইমেলার সম্পাদক জানান, বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাঠে প্রবেশের মুখেই স্যানিটাইজেশন ও মাস্কের ব্যবস্থা থাকবে।তিনি আরও জানান, মানুষের মধ্যে এখনও বই পড়ার অনেকটাই আগ্রহ রয়েছে, প্রতিবছরের মত এবছরের বইমেলাও আশানুরূপ সাড়া পাবে এমনটাই আশা রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar