দার্জিলিং জেলায় ৭২ টি কোয়ারান্টিন সেন্টার চিহ্নিত, আলোচনা সারলো টাস্ক ফোর্স

শিলিগুড়ি, ২ জুনঃ করোনা পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আলোচনায় বসলেন জেলা টাস্ক ফোর্সের সদস্যরা।এদিনের আলোচনায় দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরাও ছিলেন। যেভাবে জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সেদিকে নজর রেখে কীভাবে মানুষকে সচেতন করা যায় ও বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের কোয়ারান্টিনে রাখা নিয়ে তা নিয়ে আলোচনা হয়।


এদিন আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে জেলাশাসক জানান, জেলায় এখনও অবধি ৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলিকে কোয়ারান্টিন সেন্টারের জন্য চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মতো যারা দিল্লী, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এই ৫ টি রাজ্য থেকে ফিরবেন তাদের ১৪ দিন এই কোয়ারান্টিন সেন্টারে থাকতে হবে। অন্যান্য রাজ্য থেকে ফেরা মানুষদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।

এছাড়াও এদিন জেলাশাসক জানান এখনও অবধি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ারান্টিনে সেন্টারে রয়েছেন প্রায় ২৫০০ জন ও হোম কোয়ারান্টিনে রয়েছেন প্রায় ৬৩০৩ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni