ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শুনবে ট্রাফিক বিভাগ, চালু করা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর

শিলিগুড়ি, ৯ মার্চঃ এবার থেকে ট্রাফিক সংক্রান্ত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনবে ট্রাফিক বিভাগ।শুধু শুনবেই না হবে সমাধানও।এমনটাই উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।


ট্রাফিক বিভাগের তরফে চালু করা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর।যে নম্বরে ফোন করে যেকোনো সমস্যার অভিযোগ জানাতে পারবেন শহরবাসী।অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধানও করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শিলিগুড়িকে যানজটমুক্ত করতে ট্রাফিক বিভাগ লাগাতার কাজ করছে।পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রাস্তায় নেমেছেন।পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা গত কয়েকদিন ধরে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে নজর রাখছেন।শহরের যান চলাচল স্বাভাবিক রেখে কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়।শহরকে যানজট মুক্ত রাখতে কী ধরনের মাস্টার প্ল্যান থাকতে হবে? এজন্য তিনি প্রতিটি ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করছেন।


বুধবার প্রচন্ড রোদের মধ্যে দার্জিলিং মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় ডিসিপি অভিষেক গুপ্তাকে।জংশন ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্তকে সঙ্গে নিয়ে দার্জিলিং মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ডিসিপি।কিভাবে দার্জিলিং মোড়ের যানজট সমস্যার সমাধান করা হবে তার প্রস্তুতি নিচ্ছেন তারা।অন্যদিকে কিভাবে যান চলাচল স্বাভাবিক রাখবেন এরজন্য ট্রাফিক কর্মীদের নির্দেশও দিয়েছেন ডিসিপি।

এই বিষয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, শিলিগুড়িকে যানজট মুক্ত রাখতে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ লাগাতার কাজ করছে।কমিশনার গৌরব শর্মার নির্দেশেই রাস্তায় নেমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।বেশকিছুদিন ধরে মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ।মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার ওপরও নজর রাখা হচ্ছে।সাধারণ মানুষের সমস্যা শুনতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে।শহরের যে কোনো এলাকায় মডিফাইড সাইলেন্সার নিয়ে কারো সমস্যা হলে বা ট্রাফিক ব্যবস্থায় নতুন কোনো পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নম্বর লিখে পাঠানো যাবে।যার ভিত্তিতেও ব্যবস্থা নেবে আধিকারিকরা।

তিনি আরও বলেন, ই-রিক্সার বিরুদ্ধেও ট্রাফিক পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করছে।এছাড়াও যেসব জায়গায় যানজট বেশি হয় সেইসব জায়গায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।শহরকে যানজটমুক্ত রাখতে বদ্ধপরিকর মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *