শিলিগুড়ি পুরভোটঃ বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে সাংসদ অর্জুন সিং

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম ভোটে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে আজ শিলিগুড়িতে পৌঁছেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।


শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কানাইয়া পাঠকের সমর্থনে প্রচার শুরু করেন অর্জুন সিং।জানা গিয়েছে, ১ নম্বর ওয়ার্ড ছাড়াও ৩,৪,৭,৮,১৩,১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের হয়ে প্রচার করবেন অর্জুন সিং।এদিন ১ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন সাংসদ।ওয়ার্ডবাসীর কাছে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদনও জানান।

এই বিষয়ে অর্জুন সিং বলেন, শিলিগুড়ি পুরনিগম ভোটে মূল লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে হচ্ছে।পুরভোটে কোনোভাবেই বুথ ছাড়বেন না বিজেপি কর্মীরা।তৃণমূল যে ভাষায় প্রশ্ন করবে, সেই ভাষাতেই বিজেপি কর্মীরা উত্তর দেবে।বিজেপি কর্মীদের এই বার্তা দিতেই শিলিগুড়িতে পৌঁছেছেন তিনি।কারণ মানুষ বিজেপিকে চায়।


তিনি আরও বলেন, অভিষেক ব্যানার্জি দিদিকে তৃণমূল কংগ্রেস থেকে অবসর দিয়ে দিয়েছেন।এখন তৃণমূল কংগ্রেস দিদির হাতে নয়, আই প্যাক এর হাতে রয়েছে।টাকা দিয়ে প্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে।এই নিয়ে দিদি এবং ভাইপোর মধ্যে মতভেদ শুরু হয়েছে।জনগণ সব কিছুই দেখছে।এই কারণে সাধারন মানুষ বিজেপিকে ভরসা করছে।শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে বিজেপি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *