৭৫ বছর পূর্তিতে প্রাক্তনীদের ভিড়ে নস্টালজিয়া শিলিগুড়ি গার্লস হাইস্কুল

শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৬ এ, আজ তার ৭৫ বছর পূর্তি। এই ৭৫ বছরে প্রচুর ছাত্রী, প্রচুর মুহূর্তের স্বাক্ষী হয়ে থেকেছে। অনেকের চোখের জল আবার অনেকের মুখের হাসি ঠায় দাঁড়িয়ে দেখেছে। শিলিগুড়ি গার্লস হাইস্কুল নাম হলেও এই স্কুলের ছাত্রীরা তাকে ‘লালবাড়ি’ বলে ডাকতেই পছন্দ করে। স্কুলের ৭৫ বছর উদযাপনে আজ প্রাক্তন ছাত্রী, প্রাক্তন শিক্ষিকাদের আমন্ত্রিত করা হয়। আর এই রিইউনিয়নে স্কুলের পুরনো স্মৃতি মনে করে চোখের জলে ভাসলেন অনেকেই।


শিলিগুড়ি গার্লস স্কুল শুধুমাত্র শহরে নয়, দেশ সহ দেশের বাইরেও ছড়িয়ে রয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীদের কৃতিত্ব। এই স্কুলের প্রাক্তনী মিতা ভাদুড়ি যিনি নাসায় কর্মরত ছিলেন, চামেলি ব্যানার্জি মুম্বই হাইকোর্টে জাজ নিযুক্ত রয়েছেন। এছাড়াও আরও বহু প্রাক্তনী রয়েছেন যারা নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য। স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী জানান, তিনি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, এবং স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখেও জল চলে আসে।

স্কুলের প্রাক্তনীরাও জানায় আবারও স্কুলজীবনে ফিরে আসা গেলে ভালোই হত। বহুবছর বাদে স্কুলে এসে এক নস্টালজিয়া পরিবেশের সৃষ্টি হয়েছে। স্কুলের ঘন্টা থেকে শুরু করে মাঠের আমগাছ, সরস্বতীপূজো, একে একে সব স্মৃতিই মনে ভেসে উঠছে।স্কুলের পুরনো ছাত্রী, শিক্ষিকারা আজ আবার মাঠে একসাথে ফিরে আসায় আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা স্কুল চত্বর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *