শিলিগুড়িতে করোনা সংক্রমণ আটকাতে বাজারে আরও নিয়ম লাগু, পরিদর্শনে জেলাশাসক

শিলিগুড়ি, ১৩ জুনঃ শিলিগুড়ি পুরনিগম এলাকায় বেশকিছু ওয়ার্ডে করোনার সংক্রমণ বাড়ছে।এই অবস্থায় বিভিন্ন বাজারে ভিড় ও সুরক্ষাবিধি লাগু করতে কড়াকড়ি ভূমিকায় জেলা প্রশাসন। শহরের বিভিন্ন বাজারগুলিকে নির্দিষ্ট গাইডলাইনে আনার জন্য পুর কমিশনার ও মহকুমাশাসকের নেতৃত্বে একটি দল শিগগির বাজার কমিটিগুলিকে নিয়ে আলোচনায় বসবে। তার আগেই শনিবার সকালে বাজারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির বেশকিছু বাজার যান জেলাশাসক এস পন্নমবলম।


এদিন তিনি বিধান মার্কেট ও খালপাড়া বাজারে যান।সেখানে ব্যবসায়ী সমিতিগুলির সঙ্গে বৈঠক করেন।ব্যবসায়ীদের জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে হবে।ক্রেতারা মাস্ক পড়ে না আসলে তাদের কোনো জিনিস দেবেন না।

এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকের পর জেলাশাসক জানান, নতুন কমিটি বেশকিছু গাইডলাইন দেবে।তা মেনেই ব্যবসা করতে হবে সকলকে। কিছু বাজার কমিটি ভলেন্টিয়ার দিতে পারে।যারা ক্রেতা ও ব্যবসায়ীদের উপর নজর রাখবেন।ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে বোঝাতে হবে যাবতীয় নিয়ম মেনে কীভাবে ব্যবসা করতে হবে।তবে তারপরও কেউ যদি না মানেন সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *