‘নাকে দিন সরষের তেল’- শিলিগুড়িতে বিলি করছে পুলিশ

শিলিগুড়ি, ২৪ জুনঃ করোনা সচেতনতায় এগিয়ে এলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। মাক্স, স্যানিটাইজার বিলির পাশাপাশি এবার শহরবাসীর হাতে সরষের তেলও তুলে দিচ্ছে পুলিশ।


করোনা থেকে বাচতে ডাক্তাররা বহুদিন আগেই নানা উপায় বাতলে দিয়েছেন। তারমধ্যে রয়েছে নাকে সরষের তেল দেওয়ার কথাও। অনেকেই সর্দি থেকে বাচতে এই পদ্ধতির প্রয়োগ করেন। এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেও এক পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হতেই পুলিশ কর্তারাও যথেষ্ট সচেতন। যেকারণে পথচলতি মানুষকেও সচেতন করতে নাকে সরষের তেল দেওয়ার পরামর্শ যেমন দিচ্ছেন, তেমনি মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের কথাও বলছেন।

বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ভক্তিনগর ট্রাফিক গার্ডের সামনে থেকে পথচলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও সরষের তেল দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং, এডিসিপি ট্রাফিক জাসপ্রীত সিং,এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এদিন শহরজুড়ে সচেতনতা প্রচারের জন্য একটি র‍্যালিও হয়। সেই র‍্যালি থেকেও মাস্ক, সরষের তেল বিলি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *