শিলিগুড়ির রাস্তায় রাস্তায় পুলিশ, লকডাউন উপেক্ষায় গ্রেপ্তার বহু

শিলিগুড়ি,১৮ এপ্রিলঃ লকডাউন উপেক্ষা করে রাস্তায় অনেকে। সকাল থেকেই শিলিগুড়ি জুড়ে ব্যাপক ধরপাকড় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার।


আজ সকাল ৭ টা থেকে শিলিগুড়ি চম্পাসারি মোড়ে অভিযান শুরু করে পুলিশ। ডিসিপি ওয়েস্ট কুনওয়ার ভূষণ সিংয়ের নেতৃত্বে প্রধাননগর থানা চম্পাসারি মোড়, রেগুলেটেড মার্কেট, জংশন এলাকা থেকে কয়েকশো ব্যক্তি ও মহিলাকে গ্রেপ্তার করে। সকলেই অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। যেকারণে তাদের থানায় নিয়ে গিয়ে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। ট্রাফিক আইন না মানায় অনেককে জরিমানাও করা হয়। পাশাপাশি শিলিগুড়ি থানার তরফে হাশমি চকে সকাল থেকে নাকা তল্লাশি শুরু হয়। শহরজুড়ে অলিগলিতেও পুলিশের টহল চলবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি থাকবে। তারপরই শহরজুড়ে পুলিশের এই ব্যাপক তল্লাশি ও টহল শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *