শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ বর্ষশেষ ও বর্ষবরণে শিলিগুড়ি শহরে বাড়ানো হল নিরাপত্তা।রাতে শহরজুড়ে পুলিশে নজরদারি থাকছে শনিবার ও রবিবার।প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে শহরে।এছাড়াও ২৫ টি টহলদারি ভ্যান ও উইনার্স বাহিনী নজরদারি চালাবে শিলিগুড়িতে।এছাড়াও অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানো রুখতে ট্রাফিক পুলিশ অভিযান চালাবে।শহরে নাকা তল্লাশিও চালানো হচ্ছে পুলিশের তরফে।
শিলিগুড়িতে প্রতিবছর বর্ষবরণের রাতে নানা জায়গায় অনুষ্ঠান, পার্টির আয়োজন করা হয়।শহরের মল ও পাবগুলিতে পার্টির আয়োজন করা হয়ে থাকে। মাঝরাত অবধি চলে হইহুল্লোড়। যেকারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শনিবার সন্ধ্যে থেকেই সমস্ত মল, পাবগুলিতে পুলিশের নজর থাকছে। শহরের রাস্তাঘাটেও নজরদারি চালাবে প্রতিটি থানার টহলদারি ভ্যান। মহিলাদের নিরাপত্তায় শহরে উইনার্স বাহিনী টহল দেবে বলে জানা গিয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী জানান, ২৫ ডিসেম্বর থেকেই শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্ষশেষ ও বর্ষবরণের জন্যও নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের প্রতিটি মলে নজরদারি থাকছে। প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে শহরে। সেবক রোড, হিলকার্ট রোডে পুলিশের টহলদারি ভ্যান থাকছে। গজলডোবাতেও পুলিশের নজরদারি থাকছে।