পুজোর আগে শিলিগুড়িতে দুটি এসি রকেট বাস ও দুটি সিএনজি বাসের উদ্বোধন

শিলিগুড়ি, ১ অক্টোবরঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে শিলিগুড়িতে দুটি এসি রকেট বাস ও দুটি সিএনজি বাসের উদ্বোধন হল আজ।


মঙ্গলবার শিলিগুড়ি তেনজিং নোরোগে সেন্ট্রাল বাস টার্মিনাসে পুজোর আগে শিলিগুড়ি-কলকাতাগামী এসি রকেট বাস ও শিলিগুড়ি-কোচবিহারগামী দুটি সিএনজি বাসের উদ্বোধন করলেন এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।

পরিবেশকে দূষণমুক্ত রাখতে সিএনজি বাস চালু করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।অতিশীঘ্রই আরও বেশকয়েকটি সিএনজি বাস চালু করা হবে বলে জানা গিয়েছে।


এদিন বাস পরিষেবার উদ্বোধনের পাশাপাশি যে সমস্ত বাস চালক, খালাসী এবং টেকনিশিয়ানরা ভালো কাজ করেছেন তাদের হাতে নগদ ১০ হাজার টাকা, চারা গাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom