শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিলিগুড়িতে একদিনের কর্মশালার আয়োজন করা হল।শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই কর্মশালার আয়োজন করা হয়।
এদিনের কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার, জেলাশাসক প্রীতি গোয়েল সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা।
মূলত বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি সহনশীলতা এবং সংবেদনশীল করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।পাশাপাশি বাংলা মাধ্যম স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ব্রাত্য বসু জানান, মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং এর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মশালা হচ্ছে।