শিলিগুড়িতে প্রতারণার শিকার গৃহবধূ, খোয়ালেন ৪৪ হাজার টাকা

শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ শিলিগুড়িতে প্রতারণার শিকার এক গৃহবধূ।খোয়ালেন ৪৪ হাজার টাকা।


জানা গিয়েছে,  আজ সকালে গৃহবধূ প্রিয়াঙ্কা প্রসাদের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে।ফোনের অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় তার নম্বরটি কিছুক্ষনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।যদি নম্বরটি বন্ধ না করতে চান তাহলে তাকে ১১ টাকার একটি রিচার্জ করতে বলা হয়।সেইমতো গৃহবধূ তার এটিএম কার্ড দিয়ে ১১ টাকার রিচার্জ করেন।এরপর ওই ব্যক্তি কুইক সাপোর্ট নামে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলেন।এই অ্যাপটি ডাউনলোড করার পরই গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯ হাজার ৯৯৯ টাকা করে মোট ৪৪ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।গৃহবধূ ওই ব্যক্তিকে টাকা ফেরত দেওয়ার কথা বললেও সেই টাকা আর ফেরত পাননি তিনি।এরপরই প্রতারণার অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থ হন গৃহবধূ।ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা প্রসাদ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *