শিলিগুড়ি পুরভোট নিয়ে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, শহরে শুরু রুটমার্চ  

শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগম নির্বাচন।নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন।এসডিও এর তরফে ভোটগ্রহণ কেন্দ্র গুলিও নির্বাচন করা হয়েছে।ভোটগ্রহণ কেন্দ্রে কিধরণের সুরক্ষা ব্যবস্থা থাকবে তার রুপরেখাও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।


শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে ৫০১টি ভোট কেন্দ্র রয়েছে।যার মধ্যে ১৮ শতাংশ কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।শিলিগুড়ি পুরনিগম নির্বাচন নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও জোরকদমে শুরু করেছে প্রস্তুতি।

নির্বাচনের সময় শহরের নিরাপত্তা ব্যবস্থা যাতে সুষ্ঠ থাকে তার জন্য মেট্রোপলিটন পুলিশের তরফে আজ থেকেই শুরু করা হয়েছে রুটমার্চ।আজ শিলিগুড়ির প্রধাননগর থানার আইসি এবং এসিপির নেতৃত্বে ৪৬ নম্বর ওয়ার্ডের সমরনগর, গণেশ ঘোষ কলোনি, ঢাকনিকাটা, পোকাইজোত সহ বিভিন্ন এলাকায় অলিগলিতে রুটমার্চ অভিযান চালানো হয়।   


নির্বাচনের আগে কোনো ধরণের রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয় তার জন্যই গোটা শহরে নজরদারি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *