শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ চুরির গাড়ি বিক্রি এবং ক্রয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সাবলু রায়।ঘটনায় ২টি স্কুটি ও একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, স্বল্প নগদ ও কিস্তিতে কোম্পানির থেকে গাড়ি কিনে তা কিছুদিনের মধ্যে অন্যের কাছে বেচে দিয়ে চুরির মামলা করিয়ে বিমা কোম্পানির কাছ থেকে গাড়ির ক্ষতিপুরণ আদায় করছিল একটি চক্র।দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীরা এই কারবার চালিয়ে যাচ্ছিল।এবারও এক ব্যক্তি নিজের গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন পুলিশে।কিন্তু ওই ব্যক্তির কথায় পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।এই চক্রের সঙ্গে জড়িত সাবলু রায়ের কথা জানতে পারে পুলিশ।এরপরই বেলাকোবা থেকে সাবলুকে গ্রেফতার করা হয়। ধৃতের হেফাজত থেকে দুটি স্কুটি ও একটি বাইক উদ্ধার হয়।ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।