শিলিগুড়িতে রাস্তায় পড়ে ছিল যুবতী, হাসপাতালে নিয়ে গেল ২ সিভিক ভলেন্টিয়ার

শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারীঃ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল যুবতী। পথচারীরা দেখলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে যুবতীকে টোটোতে উঠিয়ে হাসপাতালে ভর্তি করালো ২ সিভিক ভলেন্টিয়ার। শিলিগুড়ির ভেনাস মোড়ের ঘটনা।


সূর্যসেন কলেজের এক পড়ুয়া অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। এরপর সাগর চক্রবর্তী ও সুবীর সরকার নামে ২ সিভিক ভলেন্টিয়ার ছাত্রীকে টোটোতে করে নিয়ে যান শিলিগুড়ি জেলা হাসপাতালে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা আসেন।


2 thoughts on “শিলিগুড়িতে রাস্তায় পড়ে ছিল যুবতী, হাসপাতালে নিয়ে গেল ২ সিভিক ভলেন্টিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş