শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু হল উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় ফুল উৎসব।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বঙ্গরত্ন ভারতী ঘোষ, শিলিগুড়ি হর্টিকালিচার সোসাইটির সভাপতি নান্টু পাল সহ সোস্যাইটির অন্যান্য সদস্যরা।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফুলের নার্সারি এই ফুল উৎসবে অংশগ্রহন করেছে। পাহাড় থেকে সমতল সকল জায়গার নার্সারির ফুলে রঙীন হয়ে উঠেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলাপ্রাঙ্গন। নানান রংবাহারী ফুলের সম্ভারে সেজে উঠেছে এবছরের ফুল উৎসব। এবছর ৩৬ তম বর্ষে পদার্পণ করলেও অন্যান্য সকল বছরের তুলনায় এবছরের মেলা নজর কাড়ছে সবার। প্রায় ৮৩ টি ফুলের স্টল রয়েছে এই মেলায়, আর সেখানেই দেখা মিলছে নাম না জানা বিভিন্ন ফুলের, সেইসাথে দেখা মিলবে বেশকিছু ফলেরও।