শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৪ বছরের এক নাবালকের বিরুদ্ধে।শুক্রবার ঘটনাটি ঘটেছে আশিঘর ফাঁড়ি অন্তর্গত এলাকায়।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত নাবালক।
জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকে।প্রতিদিনের মতো গত শুক্রবারও নাবালকের মা কাজে চলে যান।এরপর বাড়িতে একা ছিল নাবালক।সেইসময় প্রতিবেশী ৪ বছরের শিশুকন্যা বাড়ির বাইরে খেলছিল।তাকে টিভি দেখানোর কথা বলে ঘরে নিয়ে যায় নাবালক।এরপর শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ।শিশুর চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা ঘরে যেতেই পালিয়ে যায় নাবালক।
ঘটনার পর শিশুকন্যাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই নাবালককে গ্রেফতার করে পুলিশ।শনিবার অভিযুক্ত নাবালককে জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।