চ্যাংড়াবান্ধার পানিশালায় বিএসএফ এর তরফে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন

কোচবিহার,১০ নভেম্বরঃ চ্যাংড়াবান্ধার পানিশালায় বিএসএফ এর তরফে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল।


মঙ্গলবার চ্যাংড়াবান্ধার পানিশালা বিএসএফ ক্যাম্পে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিনে এই প্রোগ্রামের মাধ্যমে বিএসএফ এর পক্ষ থেকে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান,ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ব্লকের বিভিন্ন এলাকার প্রধানদের হাতে মাস্ক,স্যানিটাইজার,পানীয় জলের ট্যাঙ্কি সহ প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ উত্তরবঙ্গ আইজি সুনিল কুমার ত্যাগি,ডি আইজি সঞ্জয় পান্থ,১৪৮ ব্যাটালিয়ন এর সিও বি সাহু সহ অনেকে।বিএসএফ এর উত্তরবঙ্গ আইজি সুনীল কুমার ত্যাগি জানান,সীমান্ত এলাকার মানুষদের সাথে বিএসএফ সমসময় আছে এবং সবসময় থাকবে।তাই কোনোরকম সমস্যা থাকলে নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে খবর দেবেন।এছাড়াও দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişHOLİGANBETjojobetcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbet