শিলিগুড়ি,৩ জানুয়ারিঃ শিলিগুড়িতে সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে মহামিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। মাল্লাগুড়ির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে সিএএ এবং এনআরসি নিয়ে তার ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান সিএএ এবং এনআরসি নিয়ে প্রচুর মানুষ হেনস্থা হচ্ছেন। তিনি আরও জানান, ভয়ের কিছু নেই, তিনি সকলের পাশে আছেন।সকলকে তিনি ভোটার কার্ড বানাতে বলেন।
এরপর শুরু হয় মহা মিছিল। এদিন হিলকার্ট রোডের দু’পাশে প্রচুর মানুষ ভিড় জমান তাকে দেখার জন্য। অন্যদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে প্রচুর তৃণমূল নেতা কর্মীরা আজকের মিছিলে যোগ দেন। এরপর বাঘাযতীন পার্কে এসে রবীন্দ্র মঞ্চে বক্তব্য রাখেন তিনি।তিনি সকলকে ধন্যবাদ জানান পদযাত্রায় সামিল হওয়ার জন্য।এরপর তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।