রাজগঞ্জের মান্তাদারিতে তিস্তা সাব ক্যানালে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল যুবক, ঘনাচ্ছে রহস্য

রাজগঞ্জ, ৯ এপ্রিলঃ রাজগঞ্জের গজলডোবা মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের পারমুন্ডায় এলাকায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের পারমুন্ডায় তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলের সাব ক্যানেল রয়েছে।ওই ক্যানেলের জল পাশের নিম নদীতে গিয়ে পড়ে।এদিন সাব ক্যানেল ও নিম নদীর সংযোগস্থলে অনেকে স্নান করছিল।সেইসময় কয়েকজন যুবক হঠাৎই পালিয়ে যাওয়ার সময় বলে একজন জলে তলিয়ে গিয়েছে।  

এলাকার বাসিন্দা প্রমোদদেব সিংহ বলেন, পার্কে বসেছিলাম আমি।সাব ক্যানেল ও নিম নদীর সংযোগস্থলে বহিরাগত প্রায় ৫০ জন তরুণ ও যুবক স্নান করছিল।হঠাৎ কয়েকজন সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বলতে থাকে একজন জলে তলিয়ে গিয়েছে।তড়িঘড়ি ঘটনাস্থলে গেলে বাকিরাও এলাকা ছেড়ে চলে যায়।এরফলে জলে আদৌ কেউ তলিয়ে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।


পরে ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবধি কোন যুবকের খোঁজ মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *