শিলিগুড়ি,২১ জুলাইঃ শিলিগুড়ির বিভিন্ন জায়গায় শহীদ দিবস পালন তৃণমূলের।বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদ এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি কলেজ মোড়ে ২১ জুলাই শহীদ দিবস পালন করা হয়।এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে পুস্প অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফে অভিজিৎ ব্যানার্জি বলেন, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের পরিবারের কাছে একটি আবেগের দিন।বহু মানুষ কলকাতার ধর্মতলায় সভায় যোগ দিতে গিয়েছেন।