নকশালবাড়িতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন

নকশালবাড়ি, ১১ মার্চঃ অবশেষে খুললো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট।দীর্ঘ ১ বছর বন্ধ থাকার পর মঙ্গলবার নকশালবাড়ির হুদুভিটায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করলেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।


জানা গিয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে বর্জ্য থেকে পাওয়া প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হবে এবং আবর্জনা থেকে সার উৎপাদন করা হবে।এই ইউনিট খোলায় বিমানবন্দরের অনেকটাই সুবিধা হবে কারণ প্রতিদিন ২ লরি আবর্জনা বের হয় বিমানবন্দর থেকে।

এদিন উপস্থিত ছিলেন মহকুমাশাসক অবধ সিংহল সহ অন্যান্যরা।বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই ইউনিট স্বাভাবিকভাবেই চলবে বলে মত জেলাশাসকের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *