সোনা পাচার চক্রের কিংপিন গ্রেফতার

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ অবশেষে সোনা পাচার চক্রের কিংপিনকে গ্রেফতার করল ডিআরআই।সোনা পাচার চক্রের কিংপিন বালাজি আবাসো পাটিল(৩৪)কে সোমবার গ্রেফতার করে ডিআরআই আধিকারিকেরা।


জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি গুদাম থেকে ৭ কিলো ২৭৩ গ্রাম সোনা উদ্ধার করে ডিআরআই আধিকারিকেরা।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৩ কোটি ৫০ লক্ষ ৩২ হাজার ৫৮৬ টাকা।এর পাশাপাশি নগদ ১ কোটি ১ লক্ষ ৩৮ হাজার ৩০০ টাকা সহ ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার হয় ৪ জন।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারের মূল অভিযুক্ত আবাসো পাটিলের নাম জানতে পারে ডিআরআই।যদিও ঘটনার পর পালিয়ে যায় বালাজি আবাসো পাটিল।

এরপর আইনি প্রক্রিয়া অনুযায়ী বালাজিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়।সমন পেয়েই ডিআরআই কার্যালয়ে পৌছায় বালাজি।জিজ্ঞাসাবাদের পর সোমবারই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।


আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে দশদিনের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।ডিআরআই সূত্রে খবর, বালাজি আবাসো পাটিল সোনা পাচার চক্রের কিংপিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *