শিলিগুড়ি, ১৯ মার্চঃ শিলিগুড়ির বেশকয়েকটি সোনার দোকানে অভিযান চালালো আয়কর বিভাগ। জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির হিলকার্ট রোড, গুরুং বস্তি এবং ক্ষুদিরামপল্লী এলাকায় সোনার দোকানে অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা।
অভিযোগ, এদিন অভিযান চলাকালীন আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে অসহযোগিতা এবং কাজ করতে বাঁধা দেন ব্যবসায়ীরা।জানা গিয়েছে, আয়কর বিভাগের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গুরুং বস্তির সোনার দোকান থেকে দুজনকে আটক করে আধিকারিকরা।
উল্লেখ্য, শিলিগুড়ির ঝংকার মোড় থেকে ৮০ লক্ষ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।ঘটনার তদন্তের ভার আইকর বিভাগকে দেওয়া হয়।সেই ঘটনার তদন্ত করে এই ঘটনার সঙ্গে শিলিগুড়ি বিভিন্ন ব্যবসায়ী জড়িত রয়েছে এমনটাই জানতে পারে আয়কর বিভাগ।এরপরই বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা।এদিনও ফের শিলিগুড়ির তিনটি সোনার দোকানে অভিযান চালায়।আজ রাত অবধি অভিযান চলবে বলে জানা গিয়েছে।