আলিপুরদুয়ারে ৩১ তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন

আলিপুরদুয়ার,১৪ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক ক্যাম্পাসে টোটোপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ৩১ তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হল।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্র নাথ অধিকারী।


যদিও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তেমন কোনও দর্শক না থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Giriş